Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে রাস্তি ইউনিয়ন

কালের স্বাক্ষী বহন করে আড়িয়াল খা নদীর তীরে গড়ে ওঠা মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার একটি ঐতিয্য বাহী ইউনিয়ন আমাদের রাস্তি। কালের পরিক্রমায় আমাদের রাস্তি ইউনিয়ন একটি সমৃদ্ধ শালী ইউনিয়ন। থেলাধুলা,শিক্ষা ও সংস্কৃতি,ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি নানা ক্ষেত্রে আমাদের ইউনিয়ন আজ মোটামুটি উন্নত।

 

১. নাম: রাস্তি ইউনিয়ন পরিষদ

২. আয়তন:১,৮৫২ বর্গ কি.মি.

৩. লোকসংখ্যা: ১৫,৭৭২ (প্রায়) (২০০২ সালের আদমশুমারী অনুযায়ী)

৪. গ্রামের সংখ্যা:০৯ টি

৫. মৌজার সংখ্যা:০৬ টি

৬.হাট বাজারের সংখ্যা:০১টি

৭.উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম: রিক্সা,ভ্যান,মটরসাইকেল,অটো বাইক ইত্যাদি।

৮.শিক্ষার হার: ৪৯.৫০%

 

      সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৭ টি

      মাদ্রাসা:                            ০৪ টি

      মাধ্যমিক বিদ্যালয় :            ০১ টি

      দর্শনীয় স্থান:

 

ক) ইউপি ভবন স্থাপন কাল –১২/০৯/২০০৯ ইং

 

   ৯.দায়িত্বরত চেয়ারম্যান: মো: আলাউদ্দিন মাতুব্বর

   

খ) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ২০/০৭/২০১১ ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ২৩/০৭/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২০/০৭/২০১৬ইং
  

১০.গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান: ০২টি

 

১১. গ্রাম সমূহের নাম:

 

১) পশ্চিম হাজরাপুর

২) পূর্ব হাজরাপুর

৩) পুটিয়া

৪) চর পুটিয়া

৫) চরমুগরিয়া

৬) রূপরিয়া

৭) লক্ষীগঞ্জ

৮) পশ্চিম রাস্তি

৯) পূর্ব রাস্তি

 

ইউনিয়ন পরিষদের জনবল:

 ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

 ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

 ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।